Share on Social Media
mbtv24.com: সকল অপেক্ষার প্রহর শেষে অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে mbtv24 ইউটিউব চ্যানেলে মুক্তি পেল রবিউল ইসলামের রচনা ও পরিচালনায় নির্মিত নাটক মানিক লাল রতন গ্যাং এর ট্রেলার। পরিচালক রবিউল জানান, আগামী রবি বা সোমবার নাটকটি একই চ্যানেলে মুক্তি পেতে পারে। এছাড়া mbtv24 ফেসবুক পেজেও মুক্তি পাবে। নাটকের ট্রেলার দেখতে নিচের লিংকে ক্লিক করুন।
mbtv24.com
তারিখঃ ০৭/১২/২০২৩