mbtv24.com:এখন ট্রেনে করে পদ্মা সেতু হয়ে খুলনা থেকে ঢাকায় যেতে ভাড়া লাগবে মাত্র ২১০ টাকা।খুলনা রেলওয়ে স্টেশন মাস্টার মাসুদ রানা জানিয়েছেন, গত বৃহস্পতিবার রাত ১২টা ৫ মিনিটে খুলনা থেকে ছেড়ে নকশিকাঁথা কমিউটার ট্রেনটি শুক্রবার সকালে রাজধানীতে পৌঁছায়। সেটি আবার খুলনায় রাত সাড়ে ১০টার মধ্যে চলে আসবে। প্রতিদিনই রাত সাড়ে ১১টায় ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে।
তিনি আরও জানান, ট্রেনটির ছয় বগিতে আসন রয়েছে প্রায় ৬০০টি। ভাড়া মাত্র ২১০ টাকা। সিডিউল অনুযায়ী ট্রেনটি প্রতিদিন রাত সাড়ে ১১টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে এবং ঢাকায় পৌঁছাবে সকাল ১০টা ১০ মিনিটে। ট্রেনটি মোট ২৫টি স্টেশনে যাত্রাবিরতি এবং যাত্রী ওঠানামা করবে। ট্রেনটি ইজারার মাধ্যমে পরিচালনা করছে বেসরকারি প্রতিষ্ঠান এনআরএসআর ট্রেডিং। ট্রেনটি আগে মেইল হিসেবে খুলনা থেকে গোয়ালন্দ রুটে চলাচল করত।
mbtv24.com
তারিখঃ ০৩/১২/২০২৩