mbtv24.com: খুলনার তেরখাদায় ৩০ আগষ্ট বুধবার বিকেল ৪টায় তেরখাদায় প্রতিভা সাহিত্য সংস্কৃতি পরিষদের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে কবিতা ও গানে বঙ্গবন্ধুকে স্মরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সংগঠণের প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব রবিউল ইসলামের পরিালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাহিত্যিক এ্যাড. শেখ নুরুল ইসলাম দিশারী। স্বাগত বক্তব্য রাখেন সংগঠণের কেন্দ্রীয় কমিটির আহবায়ক সাহাবুদ্দিন বদির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কবি সুধাংশু কুমার বিশ্বাস, অধ্যাপক শংকর কুমার, এসএম জাহেরুল ইমাম, অধ্যাপক নিশিকান্ত বাড়ৈ, মালতী লতা, বশির আহমেদ বাবলু, দিপ্তী রানী মন্ডল, ইসমোতারা বেবী, লিপি আক্তার প্রমুখ।
বঙ্গুবন্ধুকে নিয়ে স্বরচিত কবিতা আবৃত্তি করেন সুধাংশু কুমার বিশ্বাস, ইসমোতারা বেবি, সিথি গাঙ্গুলী, সোনালী বসু, তপতী রায়, মালতী রায়, লিপি আক্তার সহ প্রতিভার বিভিন্ন শাখার কবিগণ। সংগীত পরিবেশন করেন বশির আহমেদ বাবলু, দীপ্তি রানী মন্ডল, পাপিয়া বিশ্বাস, মুকুল রায়, সুমি আক্তারসহ আরো অনেক।
এসময় উপস্থিত ছিলেন মোঃ পান্নু মোল্যা, রাসেল বিশ্বাস, বিশ্ব সরকার, শোকর আলী চৌহদ্দী, নুর ইসলাম চৌহদ্দী, সুজিত কুমার, চন্দন কুমার ধর, মুকুল সরকার, তপতী রায়, শায়লা আকতার চুইন, সুমী আক্তারসহ প্রতিভা সাহিত্য সংস্কৃতি পরিষদের বিভিন্ন শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ শতাধিক লেখক ও শিল্পীবৃন্দ।
তারিখঃ ৩১/০৮/২০২৩
তেরখাদা, খুলনা।