Share on Social Media
ডেস্ক রিপোর্টঃ জ্বালানী সংকটের কারণে আজ থেকে সম্পূর্ণ বন্ধ হতে যাচ্ছে দেশের বৃহত্তম ও সর্বাধুনিক পায়রা বিদ্যুৎ কেন্দ্র। উল্লেখ্য একই কারণে গত ২৫ মে পায়রা বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট বন্ধ হয়েছিল। মজুতকৃত জ্বালানী (কয়লা) ফুরিয়ে যাওয়ায় আজ থেকে বাকী ইউনিটও বন্ধ হতে যাচ্ছে।
বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত সংবাদে জানা যায়, ৫ জুনের পর পায়রা বিদ্যুৎ কেন্দ্র জ্বালানি সংকটের কারণে পুরোপুরি বন্ধ হয়ে যাবে। পুনরায় কয়লা আমদানী করতে আরো প্রায় ২০-২৫ দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
এদিকে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হলে জাতীয় গ্রিডে অন্তত ১২শ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতির আশঙ্কা রয়েছে। এতে দেশে ভয়াবহ লোডশেডিং দেখা দিতে পারে।
mbtv24.com
তারিখঃ ০৪/০৬/২০২৩