বঙ্গবাজারে ভয়াবহ আগুন। নিয়ন্ত্রনে কাজ করছে ফায়ার সার্ভিসসহ সেনাবাহিনীও  বিমানবাহিনীর সম্মিলিত সাহায্যকারী দল

Breaking News জাতীয় জেলা সংবাদ সকল সংবাদ সংবাদ
Share on Social Media
 
    
   

mbtv24.com: ভয়াবহ আগুনে পুড়ছে রাজধানীর অন্যতম বৃহৎ বাণিজ্যিক এলাকা বঙ্গবাজার। দ্রুতই ছড়িয়ে পড়ছে আগুন।পুরো এলাকা ধোঁয়ায় ছেয়ে গেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর জানা যায়নি। তবে কোটি কোটি টাকার মালামাল চোখের সামনেই দাউ দাউ করে পুড়ছে। অগ্নিকাণ্ডে বঙ্গবাজারের বেশির ভাগ দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আজ মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের এখন পর্যন্ত ৫০টি ইউনিট কাজ করছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।বর্তমানে আগুন নিয়ন্ত্রনে কাজ করছে ফায়ার সার্ভিসসহ বাংলাদেশ সেনাবাহিনীর সম্মিলিত সাহায্যকারী দল, বাংলাদেশ বিমানবাহিনীর সাহায্যকারী দল ও একটি হেলিকপ্টার কাজ করছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

তারিখঃ ০৪/০৪/২০২৩ইং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *