mbtv24.com: বর্তমানে স্মার্টফোন ও ইন্টারনেট আমাদের নিত্য দিনের সাথী হয়ে গেছে। অনলাইন মিটিং, অফিসের জরুরি বার্তা আদান-প্রদান, শিক্ষার্থীদের জরুরি নোট, ক্লাস সবই হচ্ছে স্মার্টফোনের মাধ্যমে। অনেক সময় দেখা যায় জরুরি কোনো মিটিংয়ে আছেন বা সোশ্যাল মিডিয়ায় হয়তো কাউকে ভুলে কোনো মেসেজ পাঠিয়েছেন, ডিলিট করতে গিয়ে দেখলেন ফোনের ডাটা শেষ। এমন ঝামেলায় হরহামেশাই পড়েন অনেকে। বর্তমান সময়ে দ্রুত ফোনের ডাটা শেষ হয়ে যাওয়া একটি বড় সমস্যা।
তবে আপনি চাইলেই খুব সহজেই কিন্তু ডাটা খরচ বাঁচাতে পারবেন। আপনার অ্যান্ড্রয়েড ফোনের ডেটা সেভার মোড ব্যবহার করে সহজেই ডেটা খরচ কমাতে পারবেন। ফোন বিভিন্ন তথ্য ও ডেটা সিঙ্কের জন্য সবসময় ডেটা খরচ করতে থাকে।
চলুন জানা যাক কীভাবে ডাটা সেভার মোড ব্যবহার করবেন–
> প্রথমে আপনার অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস অপশনে যান।
> নেটওয়ার্ক/সিম/ইন্টারনেট অপশনটি সিলেক্ট করুন।
> সেখান থেকে ডাটা সেভার অপশনে গিয়ে সেটি অন করে দিন।
তাহলে এখন থেকে আপনার ফোনের ডাটা খরচ অনেক কমে যাবে। আজ এ পর্যন্তই। কথা পরবর্তী এরকম কোন উপকারী পোস্টে।ভাল থাকুন। খোদা হাফেজ।
mbtv24.com
তারিখঃ ০৫/০২/২০২৩ইং।