১ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৩। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Breaking News জাতীয় শিক্ষা সংবাদ সকল সংবাদ সংবাদ সাহিত্য সাহিত্য-সংস্কৃতি
Share on Social Media
 
    
   

mbtv24.com: ‘পড় বই গড় দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগানে আগামীকাল ১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাসব্যাপী অমর একুশে বইমেলা ২০২৩। বিকাল ৩টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেলার প্রথম দিনই বাংলা একাডেমি নতুন ৭টি বই প্রকাশ করবে। বইগুলোর মোড়ক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। এবার বইমেলায় নতুন-পুরোনো মিলিয়ে ১৩৬টি বই প্রকাশ করবে বাংলা একাডেমি। ছুটির দিন ব্যতীত মেলা প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। তবে দর্শক, ক্রেতা, পাঠকদের রাত সাড়ে ৮টার পর মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে দেওয়া হবে না। ছুটির দিনে বইমেলা বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। একুশে ফেব্রুয়ারি মেলার দুয়ার খুলবে সকাল ৮টায়।

একাডেমির পরিচালক ও বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব কেএম মুজাহিদুল ইসলাম জানান, এবার বইমেলা অনুষ্ঠিত হবে বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় সাড়ে ১১ লাখ বর্গফুট জায়গায়।

বইমেলার প্রবেশ ও বাহির পথে পর্যাপ্তসংখ্যক আর্চওয়ের ব্যবস্থা করা হয়েছে। মেলার সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করবে পুলিশ, র‌্যাপিড এ্যাকসান ব্যাটেলিয়ান (RAB), আনসার, বিজিবিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা।সুস্থ সুন্দর ও আনন্দঘন পরিবেশে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে অমরে একুশে বই মেলা ২০২৩। এমনটাই প্রত্যাশা সবার।

মোঃ রবিউল ইসলাম

mbtv24.com

তারিখঃ ৩১/০১/২০২৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *