Share on Social Media
Desk Report: বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু। অভিনয়ের পাশাপাশি গান দিয়েও ইতোমধ্যে ভক্তদের মন জয় করেছেন তিনি।সম্প্রতি ‘রঙিলা পাগল’ শিরোনামে আবারো নতুন একটি গান নিয়ে হাজির হলেন তিনি। গানটির কথা ও সুর করেছেন এইচ এম নিপু। সংগীতায়োজনে অপু রায়হান।
সম্প্রতি ইউটিউবে ‘চ্যানেল এইচ এম’-এ গানটি মুক্তি পেয়েছে। গানটির ভিডিও নির্মাণ করেছেন রেজা মাহমুদ। এতে অভিনয় করেছেন আলভি মামুন এবং জান্নাতুল স্বর্ণা।
mbtv24.com
তারিখঃ ১৬/০১/২০২৩