Share on Social Media
mbtv24.com: খুলনার তেরখাদায় ২৭ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১১টায় বলর্দ্বনা পল্লী সমাজের উদ্যোগে নারী দল, পুরুষ দল ও কিশোর কিশোরী দলের সমন্বয়সহ সকল সদস্য ও কমিউনিটির জনগণের অংশগ্রহণে নারী নির্যাতন, বাল্য বিবাহ, পারিবারিক সহিংসতা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিক আন্দোলন গড়ে তুলতে এক মিলন মেলার আয়োজন করা হয়। মিলনমেলায় স্থানীয় ইউপি সদস্য লায়েব আলী, ব্র্যাকের সেল্প প্রকল্পের সহযোগী অফিসার লিপি বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মিলনমেলায় নাচ, গান, আবৃত্তি ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।সকল ইভেন্টে বিজয়ীদেরকে পুরস্কৃত করা হয় ও অংশগ্রহণকারী শতাধিক লোকের জন্য ভুনা খিচুড়ীর ব্যবস্থা করা হয়।
mbtv24.com
তারিখঃ ২৭/১০/২০২২