mbtv24.com: ঢালিউডের আলোচিত তারকা দম্পতি অনন্ত জলিল-বর্ষা প্রথমবারের মত চুক্তিবদ্দ হলেন নিজের প্রযোজনার বাইরের কোন সিনেমায়। সিনেমার নাম ‘কিল হিম’। সুনান মুভিজ এর ব্যানারে ছবিটি নির্মাণ করবেন প্রযোজক ও পরিচালক এম. ডি ইকবাল। সিনেমায় অনন্তর সাথে নায়িকা হিসেবে অভিনয় করবেন চিত্র্র নায়িকা বর্ষা। এই ছবিতে অভিনয়ের জন্য অনন্ত জলিল ৪০ লাখ এবং বর্ষা ১০ লাখ টাকা পারিশ্রমিক পাবেন। ৩ সেপ্টেম্বর ২০২২ শনিবার এফডিসিতে “কিল হিম” সিনেমার মহরত অনুষ্ঠিত হয়। মহরত অনুষ্ঠানে অনন্ত ও বর্ষার হাতে আনুষ্ঠানিকভাবে পারিশ্রমিকের চেক তুলে দেন প্রযোজক ও পরিচালক এম.ডি ইকবাল।
‘কিল হিম’ সিনেমায় অনন্ত-বর্ষা ছাড়াও অভিনয় করবেন দেশের জনপ্রিয় দুই তারকা রুবেল ও মিশা সওদাগর। এছাড়াও ভিলেন হিসেবে দেখা যাবে বলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল দেবকে। আগামী অক্টোবরে বাংলাদেশ, ভারত ও ইন্দোনেশিয়ার মনোরম লোকেশনে ছবিটির শুটিং শুরু হবে। মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, নিপুণ আক্তার, সাইমন সাদিকসহ প্রযোজক ও পরিচালক সমিতির নেতৃবৃন্দ।আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তি পাবে অ্যাকশন নির্ভর সিনেমা ‘কিল হিম’।
ভিডিওতে দেখুন বিস্তারিত
mbtv24.com
তারিখঃ ০৪/০৯/২০২২
News of Terokada
News of Terokada
News of Terokada