mbtv24.com: বেসরকারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর একাধিক প্রতিষ্ঠানে আর আবেদন করতে হবেনা। একটি আবেদনই যথেষ্ট। প্রাথমিক আলোচনা অনুযায়ী একজন নিবন্ধনধারী গণবিজ্ঞপ্তি প্রকাশের পর একটিমাত্র আবেদন করবেন। এক আবেদনের মাধ্যমে তিনি ৪০টি শিক্ষা প্রতিষ্ঠান পছন্দ করে রাখতে পারবেন। আবেদন ফি দিতে হবে ১ হাজার টাকা। আবেদনের পর প্রাপ্ত নম্বর অনুযায়ী তিনি সুপারিশপ্রাপ্ত হবেন। চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে এটি কার্যকর হতে পারে বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
এনটিআরসিএ সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশের পর প্রার্থীদের চাকরি নিশ্চিত করতে একাধিক আবেদন করতে হয়।তবে তাদের প্রাপ্ত নম্বর অনুযায়ী একজন নিবন্ধনধারী মাত্র একটি প্রতিষ্ঠানেই সুপারিশপ্রাপ্ত হয়ে থাকেন। আর কতগুলো আবেদন করলে চাকরি নিশ্চিত হবে সেটি নির্দিষ্টভাবে বলতে না পারায় প্রার্থীদের একাধিক আবেদন করতে হয়। আবেদন ফি ১০০ টাকা হলেও তাদের হাজার হাজার আবেদন করার কারণে হাজার হাজার টাকা খরচ হয়। এ কারনে নিবন্ধনধারীরা দীর্ঘদিন ধরে একটি আবেদনের মাধ্যমে চাকরির দাবি করে আসছিলেন। তাদের দাবীটি আমলে নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নতুন এই সিদ্ধান্ত নিয়েছেন।
mbtv24.com
তারিখঃ ২২/০৮/২০২২