সরকারি নর্থ খুলনা কলেজের ছাত্রাবাসের বেহাল দশা

Breaking News জাতীয় জেলা সংবাদ ফিচার-বিশেষ প্রতিবেদন শিক্ষা সংবাদ সকল সংবাদ সংবাদ
Share on Social Media
 
    
   

মেহেদী হাসান রনি, তেরখাদা, খুলনা। খুলনা জেলার অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি নর্থ খুলনা কলেজের ছাত্রাবাসের বেহাল দশা। এ যেন পল্লীকবি জসিম উদ্দিনের আসমানি কবিতার ভ্যান্না পাতার ছাউনির মতো। একটু খানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি। উপজেলার একমাত্র সরকারি কলেজ ও জাতীয় শিক্ষা সপ্তাহে খুলনা জেলার শ্রেষ্ঠ কলেজ ও শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় এই প্রতিষ্ঠানে আশে পাশের অন্যান্য জেলার শিক্ষার্থীরা ভর্তি হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে বর্তমানে সরকারি নর্থ খুলনা কলেজের একমাত্র ছাত্রাবাসের অবস্থা শোচনীয়। ছাত্রাবাসের দেয়াল ছ্যাতছ্যাতে। মাটির মেঝে। মরিচায় খাওয়ায় টিনের চাল। পলিথিনের আবরনে ঢাকা। ভাঙ্গা দরজা, জানালার কপাট নেই। প্লাস্টিকের বস্ত্রা টানানো। বর্ষাকাল হওয়ায় বৃষ্টির পানিতে হোস্টেলের শিক্ষার্থীদের বই খাতা , বিছানা ভেজা যেন নিত্য দিনের ঘটনা। একাদশ শ্রেণীর শিক্ষার্থী সমিরন বিশ্বাস বলেন, বৃষ্টি হলে টিনের ছিদ্র দিয়ে পানি পড়ে আমাদের বিছানাপত্র বইখাতা সব ভিজে যায়। এখানে থাকা আমাদের একেবারে অসম্ভব হয়ে পড়েছে। ছাত্রাবাসের বেহাল দশা সম্পর্কে সরকারি নর্থ খুলনা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ  মনিরুল হক মন্টু বলেন, কলেজটি সদ্য জাতীয়করণ হওয়ায় আমরা এখন কলেজের ফান্ড ব্যবহার করতে পারছিনা। তাই এই মুহুর্ত্যে ছাত্রাবাস সংস্কার করা সম্ভব হচ্ছেনা। পরবর্তীতে আমরা যখন ফান্ড ব্যবহার করতে পারবো তখন সংস্কারের ব্যবস্থা করবো। তবে আমাদের অবকাঠামোগত সংকট থাকলেও  পাঠদানসহ অন্যান্য বিষয়ে শিক্ষক মন্ডলীর আন্তরিকতার কোন ঘাটতি নেই।

সরকারি নর্থ খুলনা কলেজের জরাজীর্ন হোস্টেলটি দ্রুত সংস্কার করে শিক্ষার্থীদের আবাসনের সুব্যবস্থা করা হোক। এমনটাই প্রত্যাশা সকল শিক্ষার্থী ও অভিভাবকদের।

 

mbtv24.com

তেরখাদা, খুলনা।

তারিখঃ ২৯/০৬/২০২২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *