Share on Social Media
ডেক্স রিপোর্টঃ বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গিয়েছে, ৪জুন শনিবার সকাল ৯টা থেকে আগামী ১০ জুন শুক্রবার পর্যন্ত সাত দিন করোনা ভ্যাকসিনের তৃতীয় বা বুস্টার ডোজ সপ্তাহ পালন করা হবে। এই সময়ে সমগ্র দেশের নির্ধারিত করোনার টিকা কেন্দ্রগুলোতে সকাল ৯টা থেকে বুস্টার ডোজ দেওয়া শুরু হবে।যারা গত ৪ মাস পূর্বে করোনার টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন, তারা টিকা কার্ডসহ যেকোনো কেন্দ্রে উপস্থিত হয়ে বুস্টার ডোজ নিতে পারবেন। তবে তার বয়স ১৮ বছরের বেশি হতে হবে। এই সপ্তাহে দেশব্যাপী প্রায় ১ এক কোটি ৪১ লাখ ৭৭ হাজার জনকে করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।উল্লেখ্য এ পর্যন্ত ১ কোটি ৫৫ লাখ ৬১ হাজার মানুষকে করোনার টিকার তৃতীয় বা বুস্টার ডোজ দেওয়া হয়েছে।
mbtv24.com
তারিখঃ ০৪/০৬/২০২২