mbtv24.com: আজ শনিবার (২৩ এপ্রিল ২০২২) সকাল সাড়ে ১১ টায় তেরখাদা প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার আবিদা সুলতানার বিদায় উপলক্ষে এক সংবর্ধনা প্রদান করা হয়। তেরখাদা প্রেসক্লাব চত্বরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেরখাদা প্রেসক্লাবের উপদেষ্টা ও কাস্টমস সহকারী কমিশনার(অবঃ) আব্দুল্যা আল মাহমুদ সাবু। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম। বক্তৃতা করেন সংবর্ধিত অতিথি ও বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার আবিদা সুলতানা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার চৌধুরী আবুল খায়ের,নর্থ খুলনা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ সরদার ইসমাইল হোসেন, চিত্রা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এস এম মিজানুর রহমান ও বাংলাদেশ শিক্ষক সমিতি তেরখাদা শাখার সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক প্রদীপ কুমার সাহা। তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন তেরখাদা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ রবিউল ইসলাম, সহ-সভাপতি শেখ মাহবুব আলম, সাধারণ সম্পাদক রিপন বিশ্বাস, যুগ্ম সম্পাদক ডাঃ ফ ম পারভেজ রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ আলাউদ্দিন, প্রচার সম্পাদক সাগর কুমার বাড়ই, প্রেসক্লাবের মেম্বার মোঃ সাহাবুদ্দিন বদির, মোঃ রবিউল ইসলাম, মোঃ বাবর আলী,ফাল্গুনি দাস ও প্রধান শিক্ষক কাজী রফিকুল ইসলাম( কালাম কাজী), সমাজসেবক মোল্যা তরিকুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক শেখ রুবেল।
এস.এম মফিজুল ইসলাম জুম্মান
mbtv24.com
তেরখাদা, খুলনা।
তারিখঃ ২৩/০৪/২০২২ইং।