mbtv24.com: খুলনার তেরখাদায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানার সভাপতিত্বে পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার (১০ মার্চ)সকাল ১০টায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২২ উদযাপন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এরপর একই স্থানে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত কিশোর কিশোরী ক্লাবের সিএমসির সভা, বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা এবং ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, তেরখাদা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার চৌধুরী আবুল খায়ের চৌধুরী, টিএইচও ডাঃ হেলেনা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল রানা, উপজেলা প্রকৌশলী ওয়ালিদ ইবনে হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক, প্রধান শিক্ষক হোসনেয়ারা চম্পা, পরিসংখ্যান কর্মকর্তা ইকবাল হোসেন, এসআই অভিজিৎ, মাওলানা মাহাবুবুর রহমান, মাওলানা আব্বাস আলী, বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন, ব্র্যাকের পক্ষ থেকে ডেপুটি ম্যানেজার হারুনার রশিদ, এ্যাসোসিয়েট অফিসার লিপি বিশ্বাস। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মাধ্যমিক ফিল্ড সুপার ভাইজার সাহেলা সুলতানা।
মোঃ রবিউল ইসলাম
তেরখাদা, খুলনা।
তারিখঃ ১০/০৩/২০২২ইং।