ইউক্রেনের জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে রুশ হামলার ফলে সৃষ্ট আগুনে বহু মানুষ হতাহত

Breaking News আন্তর্জাতিক সংবাদ সকল সংবাদ সংবাদ
Share on Social Media
 
    
   

mbtv24.com: শুক্রবার বিবিসি’র এক প্রতিবেদনে জনা যায়, ইউক্রেনের জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে রুশ হামলার ফলে সৃষ্ট আগুনে বহু মানুষ নিহত ও আহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেন।  তবে এ ব্যাপারে ইউক্রেন সরকার বিস্তারিত তথ্য  প্রকাশ করেনি।

চুল্লির ভেতরে পরমাণু জ্বালানিকে যদি শীতল রাখা না যায়, বা কোনো ভাবে সেটা ব্যাহত  হয়, তাহলে ব্যাপক মাত্রায় তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়তে পারে।পরমাণু চুল্লিগুলো যাতে নিয়ন্ত্রণে থাকে  সেদিকে নজর রাখছেন ওই কেন্দ্রের কর্মীরা। এমন তথ্য জানিয়েছে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃত্তিতে আরো জানা যায়, এই বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে হাজার হাজার মানুষ থাকেন যারা রুশ গোলাবর্ষণের জন্য অন্যত্র সরে যেতে পারেননি। ফলে তারা ব্যাপক ক্ষতির শিকার হতে পারেন। তবে জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের তেজস্ক্রিয় পদার্থ অক্ষত আছে বলে জানিয়েছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ।

 

mbtv24.com

Date: 05-03-2022

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *