Share on Social Media
mbtv24.com: ২ মার্চ বুধবার ঢাকাস্থ যুক্তরাজ্যের দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানা যায়, যুক্তরাজ্য বাংলাদেশকে আরও ১০ লাখ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা করোনার টিকা উপহার দিয়েছে। গত ২৩ ফেব্রুয়ারি টিকাগুলো বাংলাদেশে এসে পৌঁছায়। উল্লেখ্য এর আগেও যুক্তরাজ্য ৪০ লাখ টিকা বাংলাদেশকে উপহার দিয়েছিল। যুক্তরাজ্য থেকে অনুদানের ১০ লাখ টিকার চালানকে স্বাগত জানিয়ে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন বলেন, যুক্তরাজ্যের এই সহযোগিতা মহামারিকে পরাস্ত করতে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। করোনা মোকাবিলা করে সমৃদ্ধ ভবিষ্যত গড়তে বাংলাদেশের জনগণের পাশে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
mbtv24.com
তারিখঃ ০৩/০৩/২০২২