খুলনার তেরখাদায় ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ এর সকল প্রস্তুতি সম্পন্ন। ভোট গ্রহণ ২৮ নভেম্বর রবিবার

Breaking News জাতীয় জেলা সংবাদ রাজনীতি সকল সংবাদ সংবাদ
Share on Social Media
 
    
   

mbtv24.com: খুলনার তেরখাদায় ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ এর সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর রবিবার।যে কোন বিশৃঙ্খলা এড়াতে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে।

উপজেলা নির্বাচন অফিসার রাজিবুল হাসান এর সাক্ষাতে জানা যায়, উপজেলার ৬টি ইউনিয়নে সর্বমোট ৫৫টি ভোট কেন্দ্রে গ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলায় মোট ভোটার সংখ্যা ৯৫,১২৪ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৪৭,৮৬৬ এবং নারী ভোটার ৪৭,২৫৮জন। ১নং আজগড়া, ২নং বারাসাত ও ৬নং মধুপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে রিটার্র্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা রাজিবুল হাসান। এছাড়া বাকি তিনটি ইউনিয়ন যথাক্রমে ৩নং ছাগলাদহ, ৪নং সাচিয়াদহ ও ৫নং তেরখাদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম। উপজেলার ইউনিয়ন ভিত্তিক মোট ভোটার সংখ্যা, যথাক্রমে- ১নং আজগড়ায় ১২,০৪২, কেন্দ্র সংখ্যা ০৯টি, ভোট কক্ষ ৪১টি, প্রিজাইডিং কর্মকর্তা ০৯ জন, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ৪১জন, পোলিং অফিসার ৮২ জন, চেয়ারম্যান প্রার্থী মোট ৫জন, সংরক্ষিত আসনের মহিলা প্রার্থী ১৪ জন, সাধারণ ইউপি সদস্য প্রার্থী মোট ৪০ জন।

২নং বারাসাত ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৯,০১৬, কেন্দ্র সংখ্যা ১০টি, ভোট কক্ষ ৫৭টি, প্রিজাইডিং কর্মকর্তা ১০ জন, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ৫৭ জন, পোলিং অফিসার ১১৪ জন, চেয়ারম্যান প্রার্থী মোট ০৬জন, সংরক্ষিত আসনের মহিলা প্রার্থী ১০ জন, সাধারণ ইউপি সদস্য প্রার্থী মোট ৩৭ জন।

৩নং ছাগলাদহ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৬,৭৬৫, কেন্দ্র সংখ্যা ০৯টি, ভোট কক্ষ ৫২টি, প্রিজাইডিং কর্মকর্তা ০৯ জন, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ৫২ জন, পোলিং অফিসার ১০৪ জন, চেয়ারম্যান প্রার্থী মোট ০৫জন, সংরক্ষিত আসনের মহিলা প্রার্থী ১৩ জন, সাধারণ ইউপি সদস্য প্রার্থী মোট ৩৬জন।

৪নং সাচিয়াদহ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৪,১৩৯, কেন্দ্র সংখ্যা ০৯টি, ভোট কক্ষ ৪৪টি, প্রিজাইডিং কর্মকর্তা ০৯ জন, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ৪৪ জন, পোলিং অফিসার ৮৮ জন, চেয়ারম্যান প্রার্থী মোট ০৪জন, সংরক্ষিত আসনের মহিলা প্রার্থী ১৬ জন, সাধারণ ইউপি সদস্য প্রার্থী মোট ৫০জন।

৫নং তেরখাদা ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৫,৯৬০, কেন্দ্র সংখ্যা ০৯টি, ভোট কক্ষ ৪৯টি, প্রিজাইডিং কর্মকর্তা ০৯ জন, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ৪৯ জন, পোলিং অফিসার ৯৪ জন, চেয়ারম্যান প্রার্থী মোট ০৩জন, সংরক্ষিত আসনের মহিলা প্রার্থী ১১ জন, সাধারণ ইউপি সদস্য প্রার্থী মোট ৩২ জন।

৬নং মধুপুর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৭,২০২, কেন্দ্র সংখ্যা ০৯টি, ভোট কক্ষ ৫০টি, প্রিজাইডিং কর্মকর্তা ০৯ জন, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ৫০ জন, পোলিং অফিসার ১০০ জন, চেয়ারম্যান প্রার্থী মোট ০৩জন, সংরক্ষিত আসনের মহিলা প্রার্থী ১০ জন, সাধারণ ইউপি সদস্য প্রার্থী মোট ৩২ জন।

উপজেলার ৫৫টি ভোট কেন্দ্রের মধ্যে ৪০টি অধিক গুরুত্বপূর্ণ এবং ১৫টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা। তিনি আরও জানান, সুস্থ্য সুন্দর পরিবেশে ভোট গ্রহণের জন্য সকল প্রকার প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।নির্বাচনের দিন পর্যাপ্ত সংখ্যক আনসার, পুলিশ মোতায়ন করা হয়েছে। এছাড়া রিজার্ভ ফোর্স, মোবাইল কোর্টও চলমান থাকবে। যে কোন বিশৃঙ্খলা এড়াতে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। ২৬ নভেম্বর রাত ১২টার পর থেকে সকল প্রকার নির্বাচনী গণসংযোগ বন্ধ থাকবে।

সুস্থ্য সুন্দর ও উৎসবমুখর পরিবেশে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ সম্পন্ন হবে।এমনটাই প্রত্যাশা সবার।

 

মোল্যা সেলিম আহমেদ, তেরখাদা, খুলনা।

তারিখঃ ২৬/১১/২০২১ইং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *