mbtv24.com: খুলনার তেরখাদায় ঢাকা আহছানিয়া মিশন, খুলনা’র আয়োজনে মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের জন্য “মানবপাচার প্রতিরোধে আইন প্রয়োগকারী সংস্থা এবং মিডিয়ার ভূমিকা শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
১১ অক্টোবর সোমবার সকাল ১১টায় তেরখাদা শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উইনরক ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় এ সংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেরখাদা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজগড়া ইউপি চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায়, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এসএম মফিজুল ইসলাম জুম্মান, তেরখাদা থানার এসআই সবুজ, শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনেয়ারা চম্পাসহ উপজেলার সাংবাদিকবৃন্দ ও ঢাকা আহছানিয়া মিশন, খুলনা এর কর্মীবন্দ।
ঢাকা আহছানিয়া মিশনের পক্ষ থেকে অনুষ্ঠানে স্বাগত এবং আইন ও অধিকার বিষয়ক বক্তব্য রাখেন মোঃ ইমরুল শাহেদ, মানব পাচার নেটওয়ার্কিং ও রেফারেল বিষয়ে বক্তব্য রাখেন আবু শেয়ায়াইব লিমন।
তেরখাদা,খুলনা থেকে
মোঃ রবিউল ইসলাম
mbtv24.com
তারিখঃ ১১-১০-২০২১