mbtv24.com: খুলনার তেরখাদায় অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। রাইস মিল, মুদি দোকান, ফার্মেসীসহ প্রায় ১০/১৫ টি দোকান পুড়ে ছাই।মঙ্গলবার বিকেল অনুমান ৪টার দিকে তেরখাদা বাজারে আগুন লাগে। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। বিকেল অনুমান ৪টা সাড়ে ৪টার দিকে তেরখাদা বাজারে আগুন লাগে। মুহুর্ত্যইে আগুন ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। কালো ধোঁয়ায় ছেয়ে যায় পুরো তেরখাদা বাজার। ৫টার দিকে ফাইয়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে পায় ২/৩ ঘন্টা আপ্রাণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এই অগ্নিকান্ডের ঘটনায় তেরখাদা বাজারের অসীম সাহার রাইস মিল, টুকু শেখের রাইস মিল, স্বপন বাগচীর ফার্মেসী, জুয়েল টেলিকম, হামিদ মোল্যার মুদি দোকান, সুধির সাহার গোডাউন ও মুদি দোকান, কালু সাহার মুদি দোকান, মনা সাহার মুদি দোকানসহ প্রায় ২০/২৫টি দোকান ঘর পুড়ে ছাই হয়েছে বলে জানা যায়। এই ঘটনায় কয়েক কোটি টাকার মতো ক্ষতি হয়েছে বলে অনেকেই ধারণা করছেন।
এদিকে অগ্নিকান্ডের সংবাদ শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা শেখ শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আবিদা সুলতানা, ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি এবং পুলিশ প্রশাসন।
অগ্নিকান্ডের ঘটনায় পুলিশ জনগণের নিরাপত্তায় ও ফাইয়ার সার্ভিসের গাড়ি আসার জন্য রাস্তা যানযটমুক্ত রাখায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আগুন নিয়ন্ত্রণে আসার পরও ঘটনাস্থলে পুলিশের টহল অব্যাহত রয়েছে বলে জানান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ মোশারেফ হোসেন।
ভিডিও লিংকঃ https://fb.watch/8s9JUvvXMj/
https://www.facebook.com/mbtv24bd/videos/633769157604437/
https://www.facebook.com/mbtv24bd/videos/1861644110674386/
mbtv24.com
তারিখঃ ০৫/১০/২০২১ইং।