mbtv24.com: আগামী 14 নভেম্বর 2021 থেকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে শুরু হচ্ছে 2021 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। মঙ্গলবার (28 সেপ্টেম্বর) যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র স্বাক্ষরিত এসএসসি পরীক্ষা-2021 এর সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে আরো জানা যায়, সকাল 10 টা থেকে সাড়ে 11টা পযন্ত একটা এবং বিকাল 2টা থেকে সাড়ে 3টা পযন্ত আরেকটা পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম দিন 14 নভেম্বর 2021 রবিবার সকাল 10টায় পদার্থ বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে বিকালে প্রথম দিনে কোন পরীক্ষা হবেনা। 23/11/2021ইং তারিখ সকালে পৌরনীতি ও নাগরিকতা/অর্থনীতি এবং বিকাল 2টায় ব্যবসায় উদ্যোগ পরীক্ষার মাধ্যমে শেষ হবে এসএসসি পরীক্ষা-2021। তবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ পরীক্ষার সময়সূচি পরিবর্তন করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। পরীক্ষার সময়সূচি ডাউনলোড লিংক নিচে দেয়া হলো।
ডাউনলোড লিংক- এখানে ক্লিক করুন।
mbtv24.com
২৯-৯-২০২১ইং।