দীর্ঘ দিন বন্ধের পর শর্তসাপেক্ষে পর্যটকদের জন্য খুলে দেয়া হয়েছে সুন্দরবনের পর্যটন এলাকা।দিনে – দুপুরে শোনা যাচ্ছে বাঘের গর্জন।

Breaking News জাতীয় ফিচার-বিশেষ প্রতিবেদন বিনোদন সংবাদ সকল সংবাদ সংবাদ
Share on Social Media
 
    
   

mbtv24.com: দীর্ঘ দিন বন্ধের পর আবারও পর্যটকদের জন্য কিছু শর্ত দিয়ে খুলে দেয়া হয়েছে সুন্দরবনের পর্যটন এলাকা। এখন প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীদের ভীড়। বনের বিভিন্ন স্থানে দিনে – দুপুরে শোনা যাচ্ছে বাঘের গর্জন। তবে পর্যটকদের স্বাস্থ্য বিধি মানার প্রবণতা খুব একটা নেই। বন কর্মকর্তা বলছেন, অনেক দিনের নীরবতার কারণে বন্যপ্রানীর নির্ভয়ে বিচরণ বেড়েছে। করম জল’সহ সুন্দরবনের সব স্পটেই যেতে পারছেন ভ্রমন পিপাশুরা। পহেলা সেপ্টেম্বর থেকে শর্তসাপেক্ষে চলাচলের অনুমতি দেয়া হয় সুন্দরবনে। বলা হয়েছে, সামাজিক দূরত্ব, স্বাস্থ্য বিধি, মাস্ক ব্যবহারের পাশাপাশি সর্বোচ্চ ২৫ জন নৌযান থেকে বনে নামতে পারবে। দীর্ঘ দিন বন্ধের পর সুন্দরবন উন্মুক্ত হওয়ায় দর্শনার্থীরা উপভোগ করছেন বনের সৌন্দর্য্য। দিনে – দুপুরে শোনা যাচ্ছে বাঘের গর্জন। দীর্ঘ বিরতিতে সুন্দরবনে নানা প্রানীর নির্ভয় বিচরণ বেড়েছে বলে জানালেন বন কর্মকর্তা। তবে পর্যটকদের স্বাস্থ্য বিধি মেনে চলার প্রবণতা খুব একটা নেই বলে জানান অনেকেই। ভ্রমণকালে স্বাস্থ্যবিধি’সহ অন্যান্য নিয়ম না মানলে তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বন বিভাগ। দীর্ঘদিন পর খুলে দেয়া হলেও সুন্দরবনে এখনও তেমন পর্যটক যাচ্ছেন না। তবে ধীরে – ধীরে সুন্দরবনে পর্যটকদের ভীড় বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। করোনা প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় গত ৩ এপ্রিল দ্বিতীয় দফায় সুন্দরবনে পর্যটক প্রবেশের নিষেধাঞ্জা দেয়া হয়। পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় প্রায় পাঁচ মাস পর উন্মুক্ত করা হয়েছে সুন্দরবন। এর আগে করোনা শুরুতে গত বছর ২৬ মার্চ প্রথম দফায় সুন্দরবনে পর্যটক প্রবেশ নিষিদ্ধ হয়। বছরে প্রায় পাঁচ লাখ মানুষ ভ্রমণ করে থাকেন সুন্দরবন। আর তাদের পরিবহণে ব্যবহার হয় প্রায় ২৫ হাজার নৌযান।।

অতনু চৌধুরী রাজু, বাগেরহাট জেলা প্রতিনিধি।

তারিখঃ ০৫/০৯/২০২১ইং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *