দক্ষিণ বঙ্গের শব্দ সৈনিক বিশিষ্ট কবি মরহুম নজরুল ইসলাম টুকু (পুলিশ অফিসার) স্মরণে সন্দ্বীপ কুমার ঘোষ এর কবিতা

ছড়া-কবিতা সাহিত্য
Share on Social Media
 
    
   
দক্ষিণ বঙ্গের শব্দ সৈনিক বিশিষ্ট কবি মরহুম নজরুল ইসলাম টুকু ( পুলিশ অফিসার) স্মরণে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করে ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে  একটি স্মরণীকা কবিতাঃ-

কবিতার শিরোনামঃ- কবি নজরুল ইসলাম টুকু স্মরণে

*****************************************

কলমেঃ সন্দ্বীপ কুমার ঘোষ 

কবি নাই !  কবি নাই !

কবি নজরুল ইসলাম টুকু আর নাই !

আমাদের ছেড়ে পরলোকের পাড়ে

আজিকে নিলো গো ঠাঁই।।

অকাল জ্বরে ধরলো তারে

করাল গ্রাসে করলো গ্রাস

ছাড়লো না সে জ্বর বড়ই ত্রাস !

একেবারেই কাবু হয়ে ছাড়লো নিঃশ্বাস।।

আর লিখবে না নজরুল কবি

রইবে ধরাতে মলিন ছবি !

স্মৃতি হয়ে থাকবে পান্ডুলিপি

তার ভূবণে আর উঠবে না রবি।।

চিরনীদ্রায় রইবে শুয়ে কবরে

নজরুলের কথা আর কইবে না খবরে !

কাগজের পাতায় লিখবে না কবিতা গল্প

ফিরে আসবে না আর এ ভূবণ পারে।।

নয়ন জলে ভাসিয়ে গেলেন চলে

তার যত আত্মীয় স্বজনে !

বেঁচে থাকতে মাতিয়ে রাখতেন

হাসি আনন্দ কুহেলী কুজনে।।

স্মৃতি হয়ে কবি থাকবেন চিরন্তন

তার ভালোবাসার সব মানুষের অন্তরে

চির ভস্বর থাকবে তার কবিতা গল্প

সব কবি সহিত্যিকের হৃদয় পরম্পরে।।

************************************************
প্রিয় কাকা আজ এইদিনে গত ২৫/০৭/২০২০ ইং তারিখ আপনি আমাদের সকলকে চিরতরে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গিয়েছিলেন। আজ আপনার ১ম মৃত্যু বার্ষিকী। তাই আমি আমার অশ্রুসিক্ত নয়নে আপনাকে স্মরণ করে আপনার স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলী নিবেদন করলাম। আপনি আমার প্রিয় শশুর ছিলেন। আমাকে বড়ো জামাতা হিসেবে ভালোবাসা দিয়েছেন। আমি কি করে তা ভুলে যাবো?  আমি প্রতিনিয়ত আপনাকে স্মরণ করি নির্জনে নিরালায়। আপনি আমাকে আমার বাবার মতো স্নেহ ভালোবাসা দিয়েছেন। যখনি আপনি বাগেরহাট থেকে বাড়িতে ফিরতেন তখনি আমাকে ফোন করে শিরোমন বাসস্ট্যান্ডে পৌঁছে একসাথে বসে দুধ-চা পান করে তারপর বাড়িতে ফিরতেন। যখনি আপনার কোন পান্ডুলিপি প্রকাশ পেতো সাথে সাথে আমাকে এক কপি হাতে দিতেন। আজ সব স্মৃতি ! আমি এই শূন্যতা কখনো মেনে নিতে পারিনি। তবুও এটাই সত্য আপনি এই পৃথিবীতে নেই। আপনার  সিঁথি দিতি আদনান তোবা কোবরা কাকলী ও গামা আমার কাকিমা ও অন্যান্য সকল আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভালো আছে। আপনি ওপারে ভালো থাকবেন। মহান আল্লাহ তায়ালা এর নিকট আকুল আবেদন করছি তিনি যেন আপনাকে জান্নাতুল ফেরদৌসের মনোরম স্থান দান করেন। আমাদের সকলের জন্য দোয়া করবেন উপর থেকে আমরা যেনো ভালো থাকি। আপনি আমার একান্ত প্রিয়জন ছিলেন। আমার এই শ্রদ্ধা থাকবে নিরন্তর।
বিনীত
আপনার প্রিয়ভাজন
সন্দ্বীপ কুমার ঘোষ। 
তারিখঃ- ২৫/০৭/২০২১ ইং
রবিবার, খুলনা,বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *