বাগেরহাট জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ সেনা কল্যাণ সংস্থা ও বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশের অন্যতম মোবাইল অপারেটর বাংলালিংক বাগেরহাটের মোংলায় চলমান করোনা পরিস্থিতির কারণে হ্মতিগ্রস্থ ৭০০ পরিবারকে ত্রান সহায়তা প্রদান করেছে।
শনিবাব (১৭ জুলাই ২০২১) সকালে মোংলা সিমেন্টের সামনে এই ত্রান সামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেক পরিবার কে দেওয়া হয়েছে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, আধা কেজি সুজি। এ প্রসঙ্গে মোংলা সিমেন্ট ও সেনা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক ক্যাপ্টেন মোঃ নজরুল ইসলাম বলেন, এই পরিস্থিতিতে বাংলালিংক দেশের মানুষকে নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা দেওয়ার পাশাপাশি হ্মতিগ্রস্থ জনগোষ্ঠীকেও সর্বাত্মক সহায়তা করছে। করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকে তারা যেসব পদক্ষেপ গ্রহণ করেছে তা সত্যিই প্রশংসনীয়। আমি আশা করি, ভবিষ্যতেও তারা এভাবেই মানুষের পাশে এসে থাকবে। এ সময় উপস্থিত ছিলেন, লেঃ কর্নেল এলামুল করিম, লেঃ কর্নেল নুরুন্নবী ডিজিএম এডমিন, বাংলালিংকের রিজোনাল হেড মোঃ আবু সৈয়দ আসরাফুল কালাম, সিবিএর সাধারন সম্পাদক মোঃ ইয়াছিনসহ আরো অনেকে।
অতনু চৌধুরী (রাজু), mbtv24, বাগেরহাট
তারিখঃ ১৭/০৭/২০২১ইং।