Share on Social Media
mbtv24.com: চলমান লকডাউন শেষ হচ্ছে আজ ১৪ জুলাই। তবে একেবারেই শেষ হচ্ছে না বিধিনিষেধ। পবিত্র ঈদ উল আযহা উদযাপন ও মানুষের জীবন যাত্রার কথা বিবেচনা করে ১৫ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত চলমান বিধিনিষেধ শিথিল করেছে সরকার।পরবর্তীতে ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আবারো বিধিনিষেধ কার্যকর হবে। মঙ্গলবার (১৩ জুলাই-২০২১) সকালে এই প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ১৪ জুলাই মধ্যরাত থেকে থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত চলমান কঠোর লকডাউন শিথিল করা হলো। তবে ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত আবারো কঠোর লকডাউন শুরু হবে।এই সময়ে সব ধরনের কারখানাও, পযটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ রাখার কথা বলা হয়েছে। এছাড়া জনসমাগম হয় এ ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ থাকবে। অতি জরুরি প্রয়োজন ব্যতিত মানুষ ঘরের বাইরে বের হতে পারবে না।
mbtv24.com
তারিখঃ ১৪/০৭/২০২১ইং।