কবিতাঃ বিচিত্র পৃথিবীর বিচিত্র মানব। সন্দ্বীপ কুমার ঘোষ ।mbtv24.com

ছড়া-কবিতা সাহিত্য সাহিত্য-সংস্কৃতি
Share on Social Media
 
    
   

বিচিত্র পৃথিবী তার বিচিত্র মানব

চলছে সবে ঘূর্ণিপাকে

নানান রূপের পরিচয়!

জীবন তরণী যাচ্ছে বেয়ে

চলছে সবে হেলেদুলে

বিচিত্র এই জগৎময়।।

কেউ চলেছে বন্ধুর বাড়ি

নাও বেয়ে উজানে

কেউ শাঁখা সিঁদুর মুছে

যায় ফিরে ভাটির টানে

বিচিত্র এই পৃথিবীতে

সওদা করে সকল জনে।।

কেউবা মুদি সওদা বিকায়

কেউবা তার দেহখানি!

পেটের জ্বালায় সবাই মরে

কলুর বলদ টানছে ঘানি।।

রূপের পসরা সাজিয়ে কেউ

দাঁড়িয়ে আছে পথের বাঁকে

রূপ মহলে সব রূপমতিরা

পসরা সাজিয়ে অন্দরে ডাকে।।

নামমাত্র বসন গায়ে

নগ্নতা ই আসল রূপ!

কুরুচির ঐ বেহায়াপনায়

প্রমাদ ঘটায় শরম বিরূপ।।

প্রেম ভালোবাসার সস্তা কথায়

টলে পড়ে বিবেকহীন জনপদ!

প্রাসাদ লগনে ঢলে পড়ে নিতুই

রঙিন পানির স্বপ্নছোঁয়া শ্ব্যাপদ!

পাপের আগরে থামে না সে

যৌবন জোয়ারে ময়ূরপঙ্খী রথ।।

প্রজন্মের পর প্রজন্ম উপচে পড়ছে

বানের জলের মতন!

খুঁজছে তারা প্রেম ভালোবাসা

হীরে জহরত মনিমানিক্য রতন।।

ঘৃণার সে আতুর  ঘরে জন্ম

প্রেমহীন সে নিঠুর মানবতা!

কি কবো! বিবেকের তাড়নায় স্তব্ধ!

নীরব বাকরুদ্ধ মানব স্বত্বা।।

**************************************

বাড়ি নং-  বুলবুলের স্বপ্ন, ১১৩/৭, শের-ই-বাংলা রোড, নিরালা,

তালুকদার কমিউনিটি মিলনায়তন এর বিপরীতে, খুলনা, বাংলাদেশ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *