বাগেরহাটের মোংলায় কঠোর লকডাউনের তৃতীয় দিনেও তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। বন্ধ রয়েছে সকল গণপরিবহন।

সংবাদ
Share on Social Media
 
    
   

Mbtv24:
সরকার ঘোষিত কঠোর লকডাউনের ৩য় দিনে বাগেরহাটের মোংলায় কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে একযোগে মাঠে রয়েছেন সেনাবাহিনী, বিজিবি, ম্যাজিস্ট্রেট ও পুলিশ’সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আমাদের বাগেরহাট প্রতিনিধি অতনু চৌধুরী রাজু জানিয়েছেন,
কেউ কেউ সরকারের কঠোর বিধিনিষেধ উপেহ্মা করে বিভিন্ন প্রয়োজনে ঘর থেকে বের হয়েছে । আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নজর এড়িয়ে শহরের প্রধান – প্রধান সড়কের মাঝে মধ্যে ভ্যান, ইজিবাইক, মটর সাইকেল ও ট্রাক চলতে দেখা গেছে। তবে শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। লকডাউনে জরুরি সেবা প্রতিষ্ঠান খোলা রয়েছে। তবে বন্ধ রয়েছে সকল প্রকার গনপরিবহন।

এ ছাড়া শহরের বিভিন্ন স্থানে মানুষকে পায়ে হেটে চলতে দেখা গেছে। ০৩ জুলাই শনিবার দুপুর ১২ টার পর থেকে শহরের প্রায় সব সড়কেই গাড়ীর বহন নিয়ে মহড়া দেয় সেনাবাহিনী, বিজিবি ও ম্যাজিস্ট্রেট ও পুলিশ’সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বাগেরহাটের মোংলা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার রজাবংশী জানান, উপজেলায় সেনাবাহিনী টিম মোতায়েন করা হয়েছে। এছাড়া বিজিবি, পুলিশ, আনসার ও ব্যাটেলিয়ন সদস্য নামানো হয়েছে। ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত টহল দিচ্ছে। অকারণে ঘরের বাইরে বের হলেই তাকে শাস্তির মুখোমুখি হতে হবে।

তিনি সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে উপজেলাবাসীকে ঘর থেকে বাইরে বের না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।

mbtv24
তারিখঃ ০৪/০৭/২০২১

https://fb.watch/v/eFyP_PWNa/

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *