Share on Social Media
মহামারি৷ করোনা যে
সংক্রমিত রোগ
অসহায়ত্ব মানব জাতির
বেড়ে চলছে ভোগ।
বিশ্ব এখন – নিঃস্ব যেন
দিব্বি এখন লাশ
বিষন্নতার বৈরী হাওয়া
রুদ্ধ সবার শ্বাস।
বিজ্ঞ হেকিম নতো সবাই
গজব এর’ই নাম
কাঁপছে উরু ভয়ে দুরু
বিশ্ব ধরাধাম।
প্রভুর দেওয়া গজব এসব
কৃতকর্মের ফল
তাওবা ছাড়া রক্ষা নেই আর
যত’ই ফেলো জল।
ধর্ম কর্ম সর্বক্ষণীক
তার গুনগান গাও
করোনার এই ব্যাধি থেকে
যদি- মুক্তি চাও।
*************************
নাম- মুহাঃ রাকিবুল ইসলাম
গ্রামঃ ভান্ডারকোলা,পোষ্টঃ সোলারকোলা
উপজেলাঃ কচুয়া,জেলাঃ বাগেরহাট।