mbtv24.com: করোনা সংক্রমণ আশংকাজনক হারে বেড়ে যাওয়ায় আগামী ১ জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই রাত ১২টা পর্যন্ত কঠোর লকডাউনে যাচ্ছে সরকার।থাকবেনা মুভমেন্ট পাসও।জরুরি প্রয়োজন ব্যতিত কেউ ঘরের বাইরে যেতে পারবে না। সোমবার (২৮ জুন-২০২১) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এই তথ্য জানান মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
এবার মুভমেন্ট পাসও থাকবে না। কেউ বের হতে পারবে না, পরিষ্কার কথা। যারা ইমারজেন্সি তারা সবসময় বের হতে পারবেন।সেনাবাহিনী, বিজিবি, ব্যাটালিয়ন পুলিশ টহলে থাকবে। কেউ কথা না শুনলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া তাদের কাজের মধ্যে থাকবে। রিকশা চলবে কিনা, আদেশে বলে দেওয়া হবে। বলে জানিয়েছেন মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
mbtv24.com
তারিখঃ ২৮/০৬/২০২১ইং।