স্মার্টফোনের নিরাপত্তা বিষয়ক গুরুত্বপূর্ণ ১০টি টিপস। যা না মানলে বিপদে পড়তে পারেন। (ভিডিও সহ)

আইটি বিষয়ক টিউটোরিয়াল টিপস এন্ড ট্রিকস তথ্য প্রযুক্তি ফিচার-বিশেষ প্রতিবেদন মোবাইল
Share on Social Media
 
    
   

মোঃ রবিউল ইসলামঃ স্মার্ট ফোন ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বাড়ছে। এর রয়েছে অনেক সুবিধা। আবার অপব্যবহারের কারনে সৃষ্টি হতে পারে অনেক অসুবিধা ও।
সামান্য অসতর্কতার কারনে যে কোন স্মার্টফোন ব্যবহারকারী বিভিন্ন সমস্যা বা বিপদের সম্মুখীন হতে পারেন। আজ আমরা জানবো স্মার্টফোনের নিরাপত্তা বিষয়ে খুব গুরুত্বপূর্ণ তথ্য। তাহলে চলুন শুরু করা যাক।

১ স্মার্টফোনে পাসওয়ার্ড এবং অন্যান্য নিরাপত্তা-সুবিধা ব্যবহার করুন।

২ ওয়াই-ফাই সংযোগের পূর্ণ নিয়ন্ত্রণ রাখুন। খেয়াল রাখবেন, আপনি যে ওয়াইফাই কানেকসন ব্যবহার করছেন সেটা বিশ্বস্ত কিনা।

৩ স্মার্টফোনের ‘অ্যাপলিকেশন অ্যাকসেস অ্যান্ড পারমিশন’ নিয়ন্ত্রণে রাখুন। এ্যাপস ইনস্টল করার সময় কি কি পারমিসন দিচ্ছেন সেদিকে খেয়াল করুন।

৪ অপারেটিং সিস্টেম এবং অন্যান্য সফটওয়্যার নিয়মিত আপডেট করুন

৫ ফোনের প্রয়োজনীয় ডেটা নিয়মিত ব্যাকআপ রাখুন।

৬ স্মার্টফোন হারিয়ে গেলে দূর থেকে ঐ ফোনে থাকা তথ্য মুছে ফেলার সুবিধা চালু রাখুন।

৭ ব্যক্তিগত তথ্য যেমন- ব্যাংক, ব্যালেন্স,পাসওয়ার্ড ইত্যাদি তথ্যাদি কখনো মোবাইল ফোনে সংরক্ষণ করবেন না। কারন এমনও তো হতে পারে যে, আপনার ফোন দূর থেকে আপনার ভুলের কারনে অন্য কেউ এ্যাকসেস করছে। তখন আপনার সকল তথ্যাদি সে জেনে যাবে। বিশেষ করে অপরিচিত এ্যাপস ইনস্টল করার এই সমস্যায় পড়তে পারেন।

৮ ফ্রি অ্যাপস ইনস্টল করার আগে ভাল করে যাচাই করে নিন।

৯ স্মার্টফোনে অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল করে নিন এবং নিয়মিত স্ক্যান করুন। ফোনটিকে ভাইরাস মুক্ত রাখুন।

১০ প্রয়োজনে মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার করতে পারেন।
১১. গুগল প্লে স্টোর ব্যতিত অন্য কোন সাইটে গিয়ে এ্যাপস ইনস্টল না করাই ভাল। কারন গুগল প্লে স্টোর একটি বিশ্বস্ত ও ভেরিফাইড এ্যাপস স্টোর।

বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। কোন প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন।

ধন্যবাদ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *