বাগেরহাটের মোংলা পৌর্ট পৌরসভার ২০২১-২২ অর্থ বছরের ১৭৮ কোটি টাকার বাজেট ঘোষনা।

Breaking News অর্থনীতি জেলা সংবাদ সকল সংবাদ সংবাদ
Share on Social Media
 
    
   

অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট জেলা প্রতিনিধিঃ বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভার ২০২১-২২ অর্থ বছরের ১৭৮ কোটি ২০ লাখ ৯৬ হাজার ৫০৬ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। রবিবার (২৭শে জুন-২০২১) বেলা ১১ টায় হোটেল টাইগারের কনফারেন্স রুমে মোংলা পৌর মেয়র মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান এ বাজেট ঘোষনা করেন।প্রস্তাবিত এ বাজেট আয় ধরা হয়েছে ১৭৮ কোটি ২০ লাখ ৯৬ হাজার ৫০৬ টাকা এবং ব্যয়ও ধরা হয়েছে যা আয় তাই।

বাগেরহাটের মোংলা পৌর মেয়র মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান বলেন, সরকারি – বেসরকারি বিভিন্ন প্রকল্প থেকে সবচেয়ে বেশি আয় হয়েছে – ১শত ৫৯ কোটি ৭ লহ্ম টাকা। আর ব্যয় হবে উন্নয়ন প্রকল্প’সহ অবকাঠামো নির্মান খাতে। সেখানেও ১শত ৫৯ কোটি ৭ লহ্ম টাকা সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে।

বাজেট সভায় উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)কমলেশ মজুমদার,
সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী, মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আসিফ ইকবাল, পৌরসভার আইন উপদেষ্টা এ্যাড. শেখ আঃ সালাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল বাহার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন ও মোংলা পোর্ট পৌরসভার কাউন্সিলরবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

অতনু চৌধুরী (রাজু)
বাগেরহাট।
তারিখঃ ২৭/৬/২০২১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *