বাগেরহাটের মোংলায় করোনার সংক্রমন বৃদ্ধি পাওয়ায় ৩০ মে থেকে কঠোর বিধি নিষেধ আরোপ করেছে উপজেলা প্রসাশন

Breaking News জেলা সংবাদ সকল সংবাদ সংবাদ
Share on Social Media
 
    
   

 অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট, জেলা প্রতিনিধিঃ

হঠ্যাৎ করে বাগেরহাট জেলার মোংলা উপজেলায় করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় কঠোর বিধি নিষেধ আরোপ করেছে স্থানীয় উপজেলা প্রসাশন।  যা আগামী (৩০ মে) রবিবার হতে পরবর্তী ০৮ দিন পর্যন্ত বলবৎ থাকবে।

ঈদের পর পরই হঠাৎ করেই মোংলায় বেড়ে যায় করোনা সংক্রমনের হার। উপজেলা প্রসাশনের পক্ষ থেকে বার বার স্বাস্থ্য সচেতনতার কথা বললেও সাধারণ মানুষের মাঝে রয়েছে সচেতনতার অভাব।  মোংলা উপজেলা করোনা সংক্রমন প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার বলেন, আগামী (৩০ মে) রবিবার হতে মোংলায় মাস্ক পরা ব্যতীত কাউকে পাওয়া গেলে তাকে  শাস্তির আওতায় আনা হবে এবং মোংলা পৌর শহরে প্রবেশ সংকুচিত ও সীমিত থাকবে। জরুরি পরিবহন ব্যতীত কোন যানবাহন ঢুকবে না। বিভিন্ন পয়েন্টে পুলিশ, আনসার ও সেচ্ছাসেবক টিম থাকবে। ঔষুধ, জরুরি কৃষিপণ্য ব্যতীত সকল দোকানপাট বন্ধ থাকবে। কাঁচাবাজার, মুদিবাজার, মাংস, মাছ ও ফলের দোকান সকাল ০৬ টা হতে বিকেল ০৩টা পর্যন্ত খোলা থাকবে। হোটেল রেস্টুরেন্টে বসে খাওয়া যাবে না। তবে পার্সেল নেয়া যাবে। অন্য এলাকা, লাইটার, জাহাজ, বড় জাহাজ লঞ্চ হতে কেউ পৌর এলাকায় প্রবেশ করতে পারবে না।

অতনু চৌধুরী (রাজু)

mbtv24

বাগেরহাট।

তারিখঃ ২৯/০৫/২০২১ইং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *