অতনু চৌধুরী (রাজু), বাগেরহাটঃ প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের উপর নির্যাতন ও তার বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক আখ্যায়িক করে অবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তি দেওয়া ও মামলা প্রত্যাহারের দাবীতে ১৯ মে বুধবার বেলা ১১টায় বাগেরহাটের মোংলায় মানববন্ধন করেছেন গণমাধ্যমকর্মীরা।
মোংলা প্রেসক্লাবের উদ্যোগে বুধবার বেলা ১১ টায় মোংলা চৌধুরীর মোড়ের সামনে “সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও নির্যাতন কারীদের গ্রেপ্তার এবং বিচারের দাবীতে মানববন্ধন” অনুষ্ঠিত হয়।ঘন্টাব্যাপী এ কর্মসূচীতে বিভিন্ন টেলিভিশন, সংবাদপত্রসহ অনলাইন নিউজ পোর্টালের স্থানীয় সাংবাদিকবৃন্দ অংশ নেন।
সিনিয়র সাংবাদিক শেখ নুর আলম এর সঞ্চালনায় মানববন্ধনের বক্তব্য রাখেন, মোংলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আমির হোসেন আমু, সাবেক সাধারন হাসান গাজী ও মোংল প্রথম আলো বন্ধু সভার সাধারন সম্পাদক মোঃ আবুল কাশেম। এসময় সাংবাদিক নেতারা রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমৃলক শাস্তির জোর দাবী জানান।
অতনু চৌধুরী (রাজু)
মোংলা, বাগেরহাট।
তারিখঃ ২০/০৫/২০২১ইং