mbtv24.com: তেরখাদার (খুলনা) রামমাঝি গ্রামে আজ (১৭ মে ২০২১ সোমবার) সকাল ৬.৫০ মিনিটে ফুলমিয়া শেখের বাড়িতে মাহেন্দ্র গাড়ীর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ পরিবারটি।
ফুলমিয়া শেখের ছেলে মাহেদ্র গাড়ির চালক এরশাদ শেখের গাড়িটি সকালে প্রতিদিনের ন্যায় তার বসত ঘরের পাশে রাখা ছিল। ১৭ মে সোমবার সকাল ৬.৫০ মিনিটের সময় এরশাদ মাহেন্দ্র গাড়ির গ্যাস সিলিন্ডার লিক হয়ে আস্তে আস্তে গ্যাস বের হচ্ছে বুঝতে পেরে দ্রুত সবাইকে সেখান থেকে সরে যেতে বলে। তার অল্প কিছুক্ষণের মধ্যেই উক্ত গাড়ির গ্যাস সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়ে পাশের বসত ঘর ও রান্না ঘরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এসময় ফুলমিয়া শেখের স্ত্রী লাইলী বেগম (৬০)কিছুটা অগ্নীদগ্ধ হয়ে আহত হন। সিলিন্ডার বিস্ফোরণের বিকট শব্দে এলাকাবাসী আতংকিত হয় এবং অগ্নীশিখা দেখতে পেয়ে দ্রুত ছুটে এসে প্রায় আধা ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। এই অগ্নীকান্ডের ঘটনায় উক্ত মাহেন্দ্র গাড়িটি ও ঘরে থাকা একটি ফ্রিজ, নগদ ১লক্ষ ৩৫ হাজার টাকাসহ ঘরের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন মালামাল পুড়ে ভষ্মিভূত হয়ে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭ লক্ষ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ পরিবারটি।
এদিকে এই অগ্নিকান্ডের খবর পেয়ে তেরখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আবিদা সুলতানা, তেরখাদা সদর ইউনিয়নের চেয়ারম্যান এফএম অহিদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় বাসিন্দাদের দাবী, গ্যাসচালিত এই মাহেন্দ্র গাড়ীগুলো খুবই বিপদজনক। গাড়ির গ্যাস সিলিন্ডর বিস্ফোরণে যে কোন সময় এই জাতীয় দুর্ঘটনা ঘটার আশংকা রয়েছে।
(ভিডিও সংবাদ দেখুন।)
mbtv24.com
তেরখাদা, খুলনা।
তারিখঃ ১৭/০৫/২০২১ইং।