চীনের রকেটের ধ্বংসাবশেষ পড়লো ভারত মহা সাগরে (ভিডিও সংবাদ সহ)

Breaking News আন্তর্জাতিক সংবাদ সকল সংবাদ
Share on Social Media
 
    
   

MBTV24.Com: সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ৯মে (২০২১) রবিবার মালদ্বীপের কাছে ভারত মহা সাগরে আছড়ে পড়লো নিয়ন্ত্রণ হারানো চীনা রকেটের ধ্বংসাবশেষ

বাংলাদেশ সময় রবিবার সকাল সাড়ে আটটার দিকে চাইনিজ ৫-বি রকেটটির ধ্বংসাবশেষ মালদ্বীপের ওপর দিয়ে পৃথিবীতে পুনরায় প্রবেশ করে বলে জানা যায়। এরপর ১৮ টন ওজনের এই রকেটের টুকরোটি ভারত মহা সাগরে আছড়ে পড়ে। এটি ছিল গত কয়েক দশকের মধ্যে বায়ুমণ্ডলে প্রবেশ করা সবচেয়ে ভারী মহাকাশ বর্জ্য।

উল্লেখ্য গত ২৯ এপ্রিল চীনের মহাকাশ স্টেশন স্থাপনের জন্য ‘লং মার্চ ৫বি রকেট’টি উৎক্ষেপণ করা হয়। সফলভাবে তিয়ানহে স্পেস স্টেশনের মডিউলকে কক্ষপথে স্থাপন করা গেলেও পরে সেটির ওপর থেকে নিয়ন্ত্রণ হারায় গ্রাউন্ড স্টেশন। চীনের জাতীয় মহাকাশ সংস্থার দাবী ছিল, রকেটটির ধ্বংসাবশেষ আছড়ে পড়ার আগেই এর বেশিরভাগ অংশ পুড়ে শেষ হয়ে যাবে। যার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ খুব কম হবে।  এ ঘটনায় ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে বিষয়ে এখনো জানা যায়নি।

 

ডেক্স রিপোর্ট

mbtv24.com

তারিখঃ ০৯/০৫/২০২১ইং।

ভিডিও সংবাদ 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *