Share on Social Media
সাগরের ঢেউ তরঙ্গে,আকাশের নীলের মাঝে;
শুধু তুমার ঐ চোখ ভেসে আসে।
যেদিকে তাকাই দেখিবারে পাই,
যেনো তোমার স্পর্শটুকু তাড়া করে আমায় ।
এ কিসের নেশা,কি অনুভুতি নাকি ভালোবাসা?
চাতকের ন্যায় উর্ধ্বমুখে বসে থাকি বর্ষার অঝোর ধারায়,
নিজেকে তৃপ্ত করার বাসনায়।
আসবে কি ঝড়,উড়িয়ে নিতে আমার অহংকারের ঘর?
নামবে কি শান্তির ধারা?
যে ধারায় শীতল হবে আমার পাগল পাড়া।
জানি তুমি আসবেই শুনতে আমার আশার বাণী,
শীতল ধারায় গাঁ ভাসিয়ে তৃপ্ত হবো আমি।
সেইদিন আমি শান্তি হবো,অবসান ঘটবে সব পাগলামির।।
নিবেদিতা দাস,ঢাকা।
তারিখঃ ২১/০৩/২০২১ইং।