তেরখাদা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত

Breaking News বিনোদন সংবাদ শিক্ষা সংবাদ সকল সংবাদ সংবাদ
Share on Social Media
 
    
   

MBTV24.COM: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় দিবস-২০২১ উদযাপন উপলক্ষ্যে তেরখাদা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে মঙ্গলবার ইখড়ি কাটেংগা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলার ২নং বারাসাত ইউনিয়নের সকল প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে দিনব্যাপী চিত্রাংকন, আবৃত্তি, অভিনয় ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০টায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাতের সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক ফিল্ড সুপার ভাইজার সাহেলা সুলতানা, প্রধান শিক্ষক মোঃ কামারুজ্জামান, সহকারী শিক্ষক মুন্সী ইনামুল কবির, প্রণব কুমার সাহা, স্বপ্না সাহা, এহতেশামুল হক, জিল্লুর রহমান খোকন, লিপিকা পাত্র, আসলাম মোল্যা, আশরাফুল আলম, আশরাফুল আলম বাবু, মোঃ শাহ আলম, সাংবাদিক মোল্যা সেলিম আহমেদ, ডাঃ সুধাংশু কুমার বিশ্বাস, ইকলাজ আলী, এম বাবুল সরকার, রনি মোল্যাসহ আরো অনেকে।প্রতিযোগীতায় উপজেলার ২নং বারাসাত ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রী ছাত্রীবৃন্দ অংশগ্রহণ করেন।বিভিন্ন ইভেন্টে বিচারকের দায়িত্ব পালন করেন বিশিষ্ট নাট্য নির্মাতা শাহাবুদ্দিন বদির ও রবিউল ইসলাম, কবি ও অভিনেতা সুধাংশু কুমার বিশ্বাস। পরবর্তীতে বেলা ২টায় উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাতের সভাপতিত্বে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম। এসয়ম উপরিউক্ত অতিথি ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন ।সমগ্র অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক তত্বাবধানে ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাছিতুল হাবিব প্রিন্স।

তেরখাদায় এই প্রথম উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্ম দিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় অভিভাবক ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

 

mbtv24.com

তেরখাদা, খুলনা।

তারিখঃ ১৬/০৩/২০২১ইং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *