Share on Social Media
mbtv24.com: খুলনার তেরখাদায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর উদ্যোগে ২২ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০টায় তেরখাদা ব্র্যাক কার্যালয়ে পল্লী সমাজের নেত্রীদের ইউসিএফ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পল্লী সমাজের রুবিনা বেগম।সভায় বক্তব্য রাখেন বারাসাত ইউনিয়নের ১,২,৩নং ওয়ার্ডের সাবেক মহিলা সদস্য শামিমা নাসরিন।বক্তারা বলেন- বাল্য বিয়ে প্রতিরোধে নিজেরা উদ্যোগে নেবে ইউপি সদস্য ও প্রশাসনকে জানাবে ও ১০৯, ৯৯৯ নাম্বারের জানাবে ও ব্র্যাকের মানবাধিকারসহ সিইপি কর্মসূচির সহযোগিতা নেবে। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন কর্মসূচীর মাঠ সংগঠক লিপি বিশ্বাস।
mbtv24.com,
তেরখাদা, খুলনা।
তারিখ: ২২/০২/২০২১ইং।