আমারই জীবন ✍️ রাজশ্রী দেব টুম্পা ✍️ শিলচর,ভারত ।

ছড়া-কবিতা সাহিত্য
Share on Social Media
 
    
   

যতই তুমি থাকো ভালো,তবু লোকে খুঁজবে শুধু ভুল,
তোমার ভালোবাসার কেউ দিবে না কোন মূল্য মাশুল ।
যেদিন আমি চলে যাব এই মায়ার পৃথিবী ছেড়ে,
সেদিন বুঝবে কেমন ছিলাম আমি এই ভবে ।
আমি সেদিন থাকবো না আর দেখতে অভিনয়,
কেউ পাবে না খবর সেদিন হবে শেষ পরিণয়।
যাবোই আমি অন্য দেশে আর কিছুদিন পরে,
আত্মীয় স্বজন ভাই বন্ধু খুঁজবে তখম নানা দেশে।
দূর থেকে দেখব সেদিন সবারই ভালোবাসা,
হাত নাড়িয়ে বলবো নাকো আমি আছি হেতা ।
বুকে যত ব্যাথা পীড়া আছে,সব পুড়ে হবে ছাই,
রক্ষা কর্তার পদতলে আমি পেয়ে যাব যে ঠাঁই ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *