কবিতা।। প্রহর।।  ✍️নিবেদিতা দাস✍️ ঢাকা।।

ছড়া-কবিতা সাহিত্য সাহিত্য-সংস্কৃতি
Share on Social Media
 
    
   

নাই যদি বা এলে তুমি,
এড়িয়ে যাবে তাই বলে
অন্তরেতে নাই কি তুমি,
সামনে আমার নাই বলে।
হৃদয় জুড়ে অনুভূতি,
তোমায় শুধু পাই-
আবার কখন আসবে তুমি,
প্রহর গুনে যাই।
জানি তুমি আসবে আবার,
জ্যোৎস্না ঝরানো রাতে-
ভালো লাগার অনুভূতি,
হৃদয় জুড়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *