Share on Social Media
হৃদয়ের দ্বার খুলেছি আবার,
বসন্তের আগমনে।
শাড়ির আঁচল তুলেছে পাল,
দখিনা সমীরণে।
আপন ভুবন রাঙাবো আজি,
পলাশের লাল রঙে।
অলিরাও তাই গাইছে যে গান,
শন শন গুনগুন রবে,
বসন্ত এসে গেছে।।
হৃদয়ের দ্বার খুলেছি আবার,
বসন্তের আগমনে।
কৃষ্ণচূড়ার বনে লেগেছে আগুন,
হৃদয়ে আমার ফুটেছে ফাগুন।
ভালোবাসার আগমনে।
বড় সাধ হয় কান পেতে শুনি,
শাশ্বত চিরসবুজ প্রনয়ের সেই বাণী।
এই দিনে এইক্ষণে বলো কানে কানে,
ভালোবাসি ভালোবাসি জনমে জনমে-
যুগে যুগে শুধু তোমারে।
রাঙাবো তোমায় অনন্তকাল,
আমারই অনুরাগে।।
✍️নিবেদিতা দাস✍️ ঢাকা। তারিখঃ ১৫/০২/২০২১ইং।