প্রিয়তমা   ✍️নিবেদিতা দাস✍️   ঢাকা।

ছড়া-কবিতা সাহিত্য সাহিত্য বিষয়ক সাহিত্য-সংস্কৃতি
Share on Social Media
 
    
   

প্রিয় ভুল ভেঙ্গে গেলে, ডাক দিও মোরে;
যত দূরই যাই আমি ফিরে আসবো তোমারই নীড়ে।
আমি মৃত্যুর হাতছানি সকল অপবাদ উপেক্ষা করে,
প্রেমের আলিঙ্গনে আত্মমগ্ন হয়ে হারিয়ে যাবো দুজোনাতে
ডুববো অভিসারে।
রাঙিয়ে দিবো তুমার ঐ ললাট সীঁথির সিঁদুরের অগ্নি রাঙা রঙে,

সৌমতায় আমি লিখে দিবো নাম তুমার “প্রেমা”;
এখনও ভালোবাসি তখনও বাসবো ভালো আমি শুধুই তোমারে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *