সত্যজিৎ দাস,হবিগঞ্জঃ ৭ ফেব্রুয়ারি রবিবার সকাল ১১টা থেকে হবিগঞ্জ জেলায় স্থানীয় সদর হাসপাতালে করোনা ভাইরাসের (কোভিড-১৯) টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।
হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট আবু জাহির ও জেলা প্রশাসক মানবিক মোহাম্মদ কামরুল হাসান প্রথমে করোনার টিকা নিয়ে টিকাদান কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ, সিভিল সার্জন ডা. মুস্তাফিজুর রহমান, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হেলাল উদ্দিন, শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আবু সুফিয়ান, ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জল, রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিমসহ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সদর হাসপাতালের ৮টি বুথে একযোগে টিকা কার্যক্রম শুরু হয়। জেলার মোট ২২টি বুথে একযোগে টিকা কার্যক্রম চালু হয়েছে বলে জানায় সিভিল সার্জন অফিস।
ডেপুটি সিভিল সার্জন মখলিছুর রহমান উজ্জল জানান, প্রথম ধাপে করোনার টিকা নিবেন, হবিগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, সিভিল সার্জন, মু্ক্তিযোদ্ধা, চিকিৎসক,পুলিশ, নার্স সহ রেজিষ্ট্রেশনকৃত ব্যক্তিরা।
সত্যজিৎ দাস, MBTV24.com, হবিগঞ্জ।
তারিখঃ ০৭/০২/২০২১ইং।