অনুভূতির স্পর্শ **✍️ নিবেদিতা দাস ✍️**ঢাকা।

ছড়া-কবিতা সাহিত্য সাহিত্য-সংস্কৃতি
Share on Social Media
 
    
   

ইচ্ছে করে স্পর্শ করি,তোমার হৃদয় মণি

তোমার প্রেমের সুবাস টুকু,অঙ্গে মেখে রাখি।

ইচ্ছে করে ঘাসের বুকে,বসে থাকি পাশাপাশি,,

ইচ্ছে করে তোমার চোখে,দেখি আমার আঁকা ছবি।

ইচ্ছে করে মেঘের দেশে,ঘুরে আসি দুজোনাতে,,

আমার হৃদয় জুড়ে তুমি,আসবে রবে দিনে রাতে।

তুমি আমার জীবন সাথী,আমার ভালোবাসার স্মৃতি।

তোমায় পেয়ে পেলাম আমি,এই জীবনের স্বীকৃতি।।

আজি মনে হয়,বিরহ মধুর নয়ন স্বপনে,,

বিরহ বেদনা দূরে রেখে,মিলন বধুর সাজে।

পুরাতন স্মৃতি জেগে উঠেছে আজ নিত্য নতুন ধাচে।।

আজি সেই চির রজনীর প্রেম,অবসান লোভে আছে,

কেশের আড়ালে নয়ন দৃষ্টি,লজ্জার চাদরে ঢেকে।

আমারি স্তব্ধ অনুভূতির স্পর্শ,আজ মিলনের সুরে বাজে।।

 

নিবেদিতা দাস, ঢাকা।

তারিখঃ ০৭/০২/২০২১ইং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *