গাঙচিল মিরপুর শাখার সভাপতি আসলাম প্রধান স্মরণে দোয়া অনুষ্ঠান এবং সাহিত্য আসর ও গ্রন্থের মোড়ক উন্মোচন

সকল সংবাদ সংবাদ সাহিত্য-সংস্কৃতি
Share on Social Media
 
    
   

mbtv24.com: গাঙচিল মিরপুর শাখার প্রয়াত সভাপতি আসলাম প্রধান স্মরণে শুক্রবার (১৮ ডিসেম্বর ২০২০)  বিকেল ৪টায় ঢাকা কেন্দ্রীয় গাঙচিল ভবনে দোয়া অনুষ্ঠান ও সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে গাঙচিল লেখিকা পরিষদের কেন্দ্রীয়  সভাপতি রওশন আরা রুশোর সভাপতিত্বে আসলাম প্রধান স্মরণে তাঁর জীবন ও কর্মের উপর প্রধান অতিথির বক্তৃতা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্থাপন মন্ত্রনালযের মাননীয় অতিরিক্ত সচিব মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তৃতা করেন গাঙচিল কেন্দ্রীয় মহাসচিব গ্রুপ ক্যাপ্টেন ড. ইদ্রিস আলী, কেন্দ্রীয় কো-চেয়ারম্যান মেজর পলক রহমান, গাঙচিল লেখিকা পরিষদের কেন্দ্রীয় মহাসচিব শিউলী খান,গাঙচিল খুলনা বিভাগের সাধারণ সম্পাদক ও গাঙচিল বাংলাদেশ পত্রিকার নির্বাহী সম্পাদক এবং mbtv24 এর সিইও মোঃ রবিউল ইসলাম, গাঙচিল মিরপুর শাখার সাধারণ সম্পাদক ডা: মিজানুর রহমান, গাঙচিল ঢাকা উত্তর এর সভাপতি গোলাম কুদ্দুস চঞ্চল,গাঙচিল বাংলাদেশ পত্রিকার প্রচার সম্পাদক কবি রাবেয়া বশরী বর্না, আলিফা রহমান সেতু, মোঃ লিয়াকত আলী খান, মোঃ আমির হোসেন, আতিক হেলাল,শাহানাজ খান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটিসহ ঢাকার বিভিন্ন সাহিত্য পরিষদের কবি লেখকবৃন্দ। আলোচনা সভা শেষে প্রয়াত কবি আসলাম প্রধানের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এরপর গাঙচিল প্রকাশনী থেকে প্রকাশিত কবি শিউলী খান ও কবি রাবেয়া বশরী বর্ণার লেখা দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন গাঙচিল এর কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক খান আখতার হোসেন এবং গাঙচিল খুলনা বিভাগের সেক্রেটারী ও mbtv24 এর সিইও মোঃ রবিউল ইসলাম।

উল্লেখ্য কবি আসলাম প্রধান গাঙচিল মিরপুর(ঢাকা)শাখার একজন সফল সভাপতি ছিলেন।তাঁর ১৫টি বই প্রকাশিত হয়েছে বলে জানা যায়। তিনি গত ১৫ ডিসেম্বর ২০২০ রাত ১০টার দিকে পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন। মরহুমকে তাঁর গ্রামের বাড়ি গাইবান্ধার বোনার পাড়ায় দাফন করা হয়েছে।

 

মোঃ রবিউল ইসলাম

মিরপুর,ঢাকা।

তারিখঃ ১৯/১২/২০২০ইং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *