ডেক্স রিপোর্টঃ দেশের মাধ্যমিক বিদ্যালয় গুলোতে করোনা ভাইরাস মহামারির কারণে এবার লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। ১৫ ডিসেম্বর থেকে শিক্ষার্থী ভর্তির আবেদন নেয়া শুরু হবে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে। গত ১০ ডিসেম্বর বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রনালয় থেকে এ সংক্রান্ত একটি প্রস্তাব মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে পাঠানো হয় হয়েছে বলে জানা যায়।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এর এক বিজ্ঞপ্তিতে জানা যায়, অনলাইনে www.gsa.teletalk.com.bd ওয়েব সাইটে ২৭ ডিসেম্বর ২০২০ বিকেল ৫টা পর্যন্ত ভর্তির আবেদন করা যাবে। ৩০ ডিসেম্বর অনলাইনে লটারির মাধ্যমে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে।
আবেদনের সময় প্রতিষ্ঠান নির্বাচনকালে থানাভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা পাওয়া যাবে। সেখান থেকে একজন শিক্ষার্থী একটি গ্রুপে পছন্দের ক্রমানুসারে সর্বোচ্চ পাঁচটি প্রতিষ্ঠান নির্বাচন করতে পারবে। ভর্তির আবেদন ফি ১১০টাকা টেলিটক প্রিপেইড মোবাইল থেকে এসএমএস এর মাধ্যমে পরিশোধ করতে হবে।
mbtv24.com
তারিখঃ ১২/০৪/২০২০ইং।