mbtv24.com: খুলনার তেরখাদায় ২৬ নভেম্বর বেলা ১২টায় প্রয়াত মুক্তিযোদ্ধা কমান্ডার এসএম আব্দুল্লাহসহ সকল প্রয়াত মুক্তিযোদ্ধাদের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
২৬ নভেম্বর বেলা ১২টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন খুলনা ৪ আসনের সাংসদ আব্দুস সালাম মুর্শেদী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ গাউস, উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, বীর মুক্তিযোদ্ধা সরদার আমীর আলী, মোঃ হুমায়ুন কবির, মোঃ বোরহান উদ্দিন, মোঃ আনোয়ার, আব্দুর রাজ্জাক, এফএম মান্নান, মোহাম্মদ আলী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শাহ মিরাজ কায়নাত ও সেক্রেটারী মাসুম বিল্লাহ। এসময় উপজেলার সকল ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিকবৃন্দসহ স্থাণীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উপজেলা ডেপুটি কমান্ডার চৌধুরী আবুল খায়ের।
তেরখাদা, খুলনা।
তারিখঃ ২৬-১১-২০২০ইং।