সিনিয়র নিজস্ব সংবাদদাতাঃ খুলনার তেরখাদায় ২৬ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় ব্র্যাকের ইউপিজি কর্মসূচির অন্তর্ভুক্ত নেবুদিয়া ও হাড়িখালী গ্রাম সামাজিক শক্তি কমিটির উদ্যোগে শতাধিক অতিদরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন নেবুদিয়া কমিটির সভাপতি মোঃ উজ্জল, হাড়িখালী কমিটির সভাপতি মোঃ ফুলমিয়া শেখ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত, ব্র্যাক আঞ্চলিক কার্যালয়ের এসটিও কাজী কুতুবউদ্দীন, ইউপিজি কর্মসূচীর শাখা ব্যবস্থাপক রিপন মন্ডল, কর্মসূচি সংগঠক আঃ রাজ্জাক, মর্জিনা খাতুন, আফজাল হোসেন, আবু সাদেক, লিপি খাতুন। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে ভবিষ্যতে এ ধরণের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন দুই কমিটির সভাপতি ও এসটিও কাজী কুতুবউদ্দীন।
নুর মোহাম্মদ সিফাত
তেরখাদা, খুলনা।
তারিখঃ ২৬-১১-২০২০ইং।