mbtv24.com: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সুপার স্টার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নিষেধাজ্ঞা মুক্ত হয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন।
গতকাল ৫ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করেন।
উল্লেখ্য বাজিকরদের কাছ থেকে অফার পেয়ে তা গ্রহণ না করলেও, সেটা নিজ বোর্ড ও আইসিসির কাছে না জানানোর অপরাধে এক বছরের নিষেধাজ্ঞা ভোগ করতে হলো বিশ্ব সেরা এই ক্রিকেটারকে। গত ২৯ অক্টোবর-২০২০ নিষেধাজ্ঞামুক্ত হন সাকিব আল হাসান।
বিভিন্ন সূত্রে জানা যায, নভেম্বরের ১০ তারিখের মধ্যেই হয়তো শেরেবাংলায় ব্যাট ও বল হাতে অনুশীলনে দেখা যাবে সাকিবকে।এদিকে বিশ্বসেরা এই অলরাউন্ডারের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় এবং তিনি দেশে ফেরায় ক্রিকেটপ্রেমীদের মধ্যে আনন্দমুখর পরিবেশ বিরাজ করছে।আবারো দর্শক দেখবে তার ব্যাট বলের নৈপুন্য।চার ছক্কায় মুখরিত থাকবে খেলার মাঠ।একের পর এক বিজয় অর্জন করবে বাংলাদেশ ক্রিকেট দল।আনন্দের বাতাস বইবে স্টেডিয়ামে, এমনটাই প্রত্যাশা সবার।
mbtv24.com
তারিখঃ ০৬/১১/২০২০ইং।