বিনোদন ডেস্কঃ ২০১৯-২০ অর্থ বছরে সরকারি অনুদানপ্রাপ্ত ‘মুখোশ’ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে জানা যায়, ইফতেখার শুভ’র পরিচালনায় মুখোশ সিনেমায় গত ২৬ অক্টোবর চুক্তিবদ্ধ হয়েছেন মোশাররফ করিম।
সিনেমাটিতে তিনি ইব্রাহিম খালেদি নামক চরিত্রে অভিনয় করবেন। সিনেমার মূল রহস্য তাকে ঘিরেই। যা উন্মোচনের জন্য গল্পের শেষ পর্যন্ত অপেক্ষা করতে দেখা যাবে সোহানা চরিত্রটিকে। সোহানা চরিত্রে পরিমণি অভিনয় করবেন বলে জানা যায়।
পরীমনির নায়ক হিসেবে আগেই চুক্তিবদ্ধ হয়েছেন রোশান। এতে আরও অভিনয় করবেন- ফারুক আহম্মেদ, ইরেশ জাকের,রাশেদ আল মামুন,মেহের আফরোজ রাফা, রঙ্গিলা সাধু সহ আরো অনেকে।আগামী ডিসেম্বর অথবা জানুয়ারির শুরুর দিকে সিনেমাটির শুটিং শুরু হতে পারে বলে জানা যায়।
উল্লেখ্য ২০০৪ সালে ‘জয়যাত্রা’ সিনেমায় অভিনয়ের মধ্যে দিয়ে বড় পর্দায় অভিষেক হয় ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের। এরপর একে একে অনেক গুলো সিনেমায় তিনি অভিনয় করে ইতোমধ্যেই বড় পর্দায়ও পাকাপোক্ত করে নিয়েছেন নিজের অবস্থান।
তারিখঃ ২৯/১০/২০২০ইং।
Total Views 8 , Today 1